• ঢাকা শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮ মাঘ ১৪৩১
logo
ছাত্রলীগ নেতা শোভন আটক
ছাত্রলীগ নেতা সালমান ফারসি শোভনকে আটক করে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা। তিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) জীব ও ভূ-বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সভাপতি ছিলেন। শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে পাবনার সরকারি অ্যাডওয়ার্ড কলেজ মাঠ থেকে পাবনা সদর থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ওসি আবদুস ছালাম। জানা যায়, সরকারি অ্যাডওয়ার্ড কলেজে ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব চলছিল। শোভন বিকেলে বাইক নিয়ে এডওয়ার্ড কলেজে ঘুরতে যান। এ সময় কিছু ছেলে তাকে চিনতে পেরে আটক করে। তারা ৯৯৯ এর মাধ্যমে পাবনা সদর থানায় ফোন দিয়ে জানায় নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের এক নেতাকে শিক্ষার্থীরা আটক করেছে। পরে পুলিশ গিয়ে ওই ছাত্রলীগ নেতাকে আটক করেন। পাবনা শহর শিবিরের সভাপতি ফিরোজ হোসেন বলেন, অ্যাডওয়ার্ড কলেজে আমাদের প্রকাশনা উৎসব চলছিল। এ সময় মাঠে আমরা ঝামেলা দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানাই। এরপর পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়।  এ বিষয়ে পাবনা সদর থানার ওসি আবদুস ছালাম বলেন, ‘যাকে আটক করা হয়েছে সে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পদধারী নেতা। আমরা এ বিষয়ে কাজ করছি। যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায় তাহলে ফৌজদারি মামলা হবে, আর কোনো অভিযোগ না পাওয়া গেলে আমরা অন্য ব্যবস্থা নেব। তার ফোন আর বাইকের বিষয়টা আমরা দেখছি। যারা আমাদের ফোন দিয়েছে তাদের দুজনকে ডেকেছি। আমরা তাদের সঙ্গে এই বিষয় কথা বলব।’ আরটিভি/এমকে
৮ ঘণ্টা আগে

আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্ত করে দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
কোটা সংস্কার আন্দোলন ঘিরে আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্ত করে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৩ আগস্ট) গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা হবে। এর আগে বৈঠকে বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন ব্যবস্থা বাতিল ঘোষণা করেন সরকারপ্রধান। চলমান পরিস্থিতির মধ্যে শনিবার বেলা ১১টার দিকে পেশাজীবী সমন্বয় পরিষদের সঙ্গে বৈঠকে বসেন শেখ হাসিনা। রোববার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় গণভবনে সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
০৩ আগস্ট ২০২৪, ১৭:০৭

খাগড়াছড়িতে ৪ চোরাই মোটরসাইকেলসহ আটক ২ 
খাগড়াছড়িতে বিশেষ অভিযানে চোরাই মোটরসাইকেলসহ ২ চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে মানিকছড়ি থানা পুলিশ।  বৃহস্পতিবার (৭ মার্চ) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। জানা যায়, মানিকছড়ি থানার এসআই তানভীর আহতাম ও তার সঙ্গীয় ফোর্সসহ পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে উপজেলার তিনটহরী গুচ্ছগ্রাম থেকে মোটরসাইকেল বিক্রি করার সময় রমজান নামের এক ব্যক্তিকে ৩টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তিনটহরি বাজার থেকে আরও ১টি চোরাই মোটরসাইকেলসহ মো. আবদুল গফুর (৩৬) নামের একজনকে গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তারকৃতরা হলেন তিনটহরী গুচ্ছগ্রাম এলাকার বাসিন্দা মুসলিম মিয়ার ছেলে মো. রমজান (২৮) ও তিনটহরী পূর্বপাড়া এলাকার বাসিন্দা মো. আবদুর রাজ্জাকের ছেলে মো. আবদুল গফুর (৩৬)। মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ,আমাদের অভিযানে ২ চোরাকারবারিসহ চোরাইকৃত চারটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। যার অনুমানিক মূল্য ৪ লাখ ৪০ হাজার টাকা। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজু শেষে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
০৯ মার্চ ২০২৪, ০৫:৫৩

মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় আটক ৭
ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মার্চ-এপ্রিল ২ মাসের জাটকা রক্ষা ও অভয়াশ্রম বাস্তবায়ন কর্মসূচির নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুর মেঘনা নদীতে জাটকা ধরায় ৭ জেলেকে হাতেনাতে আটক করেছে পুলিশ। শুক্রবার (১ মার্চ) মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে সদর উপজেলার মেঘনা মোহনা এলাকা থেকে আটক করে নৌ পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।  তিনি বলেন, মধ্যরাত থেকে ২ মাসের নিষেধাজ্ঞা বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে নৌ পুলিশ। জাটকা ধরার কারণে আটক ৭ জেলের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হয়েছে। তাদেরকে আজই আদালতে পাঠানো হবে। এ দিকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে শুরু করে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত পদ্মা-মেঘনা নদীর প্রায় ৭০ কিলোমিটার এলাকায় জেলা ও উপজেলা টাস্কফোর্স ১২টি দল নদীতে মহড়া দিচ্ছে। ১ মার্চ থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ২ মাস জাটকা রক্ষা ও অভয়াশ্রম বাস্তবায়নে সরকার ইলিশসহ সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ করেছে। আইন অমান্য করে কোন জেলে নদীতে মাছ শিকার করলে তার বিরুদ্ধে মৎস্য আইনে সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা এবং উভয় দণ্ডের বিধান রয়েছে।
০১ মার্চ ২০২৪, ২৩:৩৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়